রাণী রাসমণি রোডে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের সমাবেশ

0
173

লক্ষীকান্ত দত্ত, কলকাতাঃ

আজ কলকাতার রানী রাসমণি রোডে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের তরফে এক বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হল। সারা বাংলা থেকে প্রায় ত্রিশ হাজার ভি আর পি কর্মী সমবেত হন রানী রাসমণি রোডে। এ দিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুন নাহার, মো কামারুজ্জামান, ছোটন দাস প্রমুখ ব্যক্তিত্বরা।

জন সমাবেশ। নিজস্ব চিত্র

সংগঠনের তরফে বক্তব্য রাখেন সুজা উদ্দিন আহমেদ , লক্ষী কান্ত দত্ত, অমিত সরকার, ইলিয়াস আলম।

নিজস্ব চিত্র

সুজা উদ্দিন আহমেদ বলেন সারা দিন হাড় ভাঙ্গা খাটুনি শেষে মাত্র ১৫০ টাকা বেতন, মাসের শেষে তিন হাজার। সংসার চালাতে অন্য দিকেও শ্রম দিতে না পারায় বাংলার ৩৩ হাজার ভি আর পি গভীর সংকটের মধ্যে।

আবেদন পত্র। নিজস্ব চিত্র

এ রাজ্যে এন আর ই জি এ তে যেখানে শ্রমিক দের মূল্য ১৯১ টাকা সেখানে এম.এ, বি.এ পাশ করা শিক্ষিত যুবক যুবতী দের ১৫০ টাকা তাও আবার ২০ দিন কাজ মেলে।

নিজস্ব চিত্র

বক্তব্য রাখেন লক্ষীকান্ত দত্ত মিডিয়া পারসন জানান ভি আর পি দের প্রতিমাসে সাম্মানিক বেতনসহ 62 বছর পর্যন্ত কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে শিক্ষার প্রতি অবমাননা ছাড়া আর কিছু নয় বলে জানান ইলিয়াস আলম, অমিত সরকাররা ।
গ্রামীন সম্পদ কর্মীদের সমাবেশ চলাকালীন নবান্ন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরে স্মারকলিপি জমা করতে যান সংগঠনের সভাপতি মিজানুর রহমান। ডেপুটেশন শেষে ভি আর পি দের উদ্দেশ্য তিনি জানান সরকার পক্ষ থেকে আগামী তে একটা ইতিবাচক পদক্ষেপ নেবেন।

আরও পড়ুনঃ চন্দ্রকোণায় সিপিএমের মিছিল

তিনি আশা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত জনদরদী। অনেক সংগঠন তার পরশ পেয়ে ধন্য আজ তাই ভি আর পি রাও এর থেকে বঞ্চিত হতে চাই না । সংগঠনের সম্পাদক হরিসাধন রুইদাস জানান আগামী তিন মাসের মধ্যে সরকার ভি আর পি দের নিয়ে কোন পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামব বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here