অসুস্থ গৌরব সেরে উঠছেন, দ্রুত আরোগ্য কামনায় ভক্তকূল

0
146

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গুরুতর অসুস্থ ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের আবির থুড়ি গৌরব রায়চৌধুরী। কপালে একটি ফোঁড়া হয় তাঁর। অসুস্থতার সূত্রপাত সেখান থেকেই। মঙ্গলবার শুটিঙে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর থেকেই ব্যথা বাড়তে শুরু করলে বাড়ি ফেরেন। কথা বলতে পারছিলেন না কারো সঙ্গে। সারা মুখে ইনফেকশন ছড়িয়ে যায়। এরপর তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় শিয়ালদহের একটি বেসরকারি হাসপাতালে। এখন চিকিৎসাধীন আছেন তিনি।

Gaurab Roy Choudhury | newsfront.co
গৌরব রায়চৌধুরী

কপালের ফোঁড়া এবং ইনফেকশনের চিকিৎসা চলছে। কপালের ফোঁড়ার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলেও তাঁকে যেহেতু প্রতিদিন ক্যামেরার মুখোমুখি হতে হয় তাই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে হয়ত তা সারানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে তাঁর এক নিকট বন্ধুর মারফত। এখন খানিকটা ভাল আছেন অভিনেতা। প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে সাড়া পড়ে গিয়েছে ভক্তকূলের মধ্যে। তারা তাদের প্রিয় গৌরব দা’র দ্রুত আরোগ্য কামনা করছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ হইচই করে ‘দুজনে’ মিলে আসছে জুলাইতে, হাজির ট্রেলার

ভক্তকূলের উদ্দেশে বলি, গত দুদিনের তুলনায় খানিকটা হলেও ভাল আছেন গৌরব। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফ্লোরে ফিরবেন তাদের গৌরব দা। গৌরবের দ্রুত আরোগ্য কামনা করে টিম নিউজ ফ্রন্ট৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here