নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে পাঁচজন প্রতিনিধি গর্ভমেন্ট নমিনি হিসাবে কাজ করছিলেন। এক সদস্যের আকস্মিক মৃত্যুর জন্য একটি পদ খালি হওয়ায় সেই পদে সাম্প্রতিক সময়ে জেলারই প্রাথমিক শিক্ষক কৃষ্ণেন্দু বিষয়ী যোগদান করেন বলে সূত্রের খবর।
সাধারণ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কার ধারনা না থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়। শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকতে কৃষ্ণেন্দু বিষয়ী ডিপিএসসিতে বসতে শুরু করেন। কিন্তু অন্যান সরকারি প্রতিনিধিরা এতদিন বসছিলেন না। তাই বাকি গর্ভমেন্ট নমিনির মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ রাজীব মান্না ও বিশিষ্ঠ ব্যক্তি আরিফ আহমেদ মঙ্গলবার থেকে নিয়মিত ভাবে শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে ডিপিএসসিতে বসতে শুরু করলেন।
জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌমিত্র চোঙদার ও সদর মহকুমা তৃণমূল শিক্ষক সমিতির যুগ্ম কনভেনার তন্ময় সিংহ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে উনাদের স্বাগত জানানোর পাশাপাশি ভারপ্রাপ্ত সভাপতি তরুণ সরকারকেও স্বাগত জানান।
আরও পড়ুনঃ মাথাভাঙায় করোনাজয়ীদের সংবর্ধনা প্রদান
বিশিষ্ঠ শিক্ষক চন্দন মাসান্ত, বিশ্বজীত সিনহা, অমর চৌধুরী, অভিষেক মন্ডল, শুভম চাউলিয়া ও পূজা চ্যাটার্জী একটি করে পাতাবাহারের টব দুই গর্ভমেন্ট নমিনির সাথে সাথে ভারপ্রাপ্ত সভাপতির হাতে তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584