জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, প্রতি ব্লকে কোয়ারেন্টাইন তৈরির নির্দেশ

0
124

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকে ৮টি করে কোয়ারেন্টাইন সেন্টার করার নির্দেশ দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জে হবে ৮টি, ইটাহারে হবে ৬টি, রায়গঞ্জে হবে ৮টি, করণদিঘিতে হবে ৭টি বলে খবর। প্রথমে ঠিক হয়েছিল স্কুলে সেন্টার করা যাবে, কিন্তু এই মূহুর্তে সেই নির্দেশ বাতিল করা হয়েছে।

government order to build quarantine center in north dinajpur | newsfront.co
ফাইল চিত্র

বর্তমানে জেলায় ২৪টি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। ভিন রাজ্য থেকে শ্রমিকরা ঘরে ফিরতেই জেলায় লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে অস্বস্তিতে জেলা প্রশাসন।

তড়িঘড়ি তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য নতুন করে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ করোনা মুক্ত হয়ে গ্রামে ফিরে দুর্ব্যবহারের শিকার পরিযায়ী শ্রমিকরা

এরমধ্যে উত্তর দিনাজপুর জেলায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ ব্লক মিলে ৩১ জনের করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ইসলামপুর ব্লকের ১৫ জন, রায়গঞ্জ ব্লকের ১ জন এবং করণদিঘি ব্লকের ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here