বেসরকারি হাসপাতালে অতিরিক্ত মৃত্যুহার খতিয়ে দেখতে যাবে সরকারি অডিট টিম

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

নবান্নের নজরে এসেছে সরকারি হাসপাতালগুলির তুলনায় করোনায় অনেক বেশি মৃত্যু হচ্ছে বেসরকারি হাসপাতালগুলিতে। এর কারণ কী, চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, কোনও অসুবিধা রয়েছে কিনা– এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে বেসরকারি হাসপাতালগুলিতে সরকারি অডিট টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।

audit team | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্য সরকার সমীক্ষা করে দেখেছে, সাম্প্রতিক সময়ে বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড রোগীর মৃত্যুর হার বাড়ছে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলিতে কি করোনা চিকিৎসায় কোনও ত্রুটি থেকে যাচ্ছে? সেটাই খতিয়ে দেখার জন্য এবার বেসরকারি হাসপাতালগুলিতে একটি বিশেষ অডিট টিম পাঠানোর সিদ্ধান্ত নিল প্রশাসন।

আরও পড়ুনঃ নিসর্গ নিয়েই মাথাব্যথা, আমপান বিধ্বস্ত বাংলাকে অপমান করেছে দিল্লির সংবাদমাধ্যমঃ মুখ্যমন্ত্রীর

এই অডিট টিমের সদস্যরা অডিট করে দেখবেন, ঠিক কী কারণে বেসরকারি হাসপাতালে বেশি মারা যাচ্ছেন করোনা রোগীরা? বেসরকারি হাসপাতালগুলি ঘুরে দেখার পাশাপাশি এই টিম কথাও বলবে আধিকারিকদের সঙ্গে। কীভাবে চিকিৎসা হচ্ছে, তা বিস্তারিত জানবে। কোনও সমস্যা থাকলে বোঝার চেষ্টা করবে। এর পরে যদি মনে হয় কোনও রকম বদল দরকার বা পদ্ধতির উন্নতি দরকার, তাহলে বোঝানো হবে বেসরকারি হাসপাতালগুলিকে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে। জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের উচ্চ আধিকারিক ও রাজ্য সরকারের শীর্ষকর্তারা এই কমিটিতে থাকবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here