নিজস্ব সংবাদদাতা, লালগড়ঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী আগেরবার ঝাড়গ্রামে এসে হাতি তাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন অবিলম্বে হাতি তাড়ানোর ব্যাবস্থা করতে হবে।তারপর সেই নির্দেশের পর কাঁসাই নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। হাতি নিয়ে স্থানীয়দের মধ্যে সমস্যা রয়েই গেছে জঙ্গলমহলে। বরং দিন দিন বাড়ছে সমস্যা। মুখ্যমন্ত্রীর সেই ঘোষনার পর বৃহস্পতিবার আবার ঝাড়গ্রামে পৌঁছলেন মুখ্যমন্ত্রী।করবেন প্রশাসনিক সভা।এর মাত্র দুই দিন আগেই গিধনীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে দুটি হাতি। গত ছয় মাসে প্রায় আট জন হাতির হানায় প্রাণ হারিয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার যখন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের রাজবাড়িতে রাত্রী যাপন করে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই সময় ঝাড়গ্রামের দিক থেকে একপাল দলমার দামাল লালগড় রেঞ্জের মালাবাতি হয়ে বীরকাঁড়ের জঙ্গলের দিকে প্রবেশ করে। মাঝে কাঁসাইয়ের সিজুয়ার ঘাট পেরিয়ে মাধবপুরে ঢোকে। ভুলাডাঙার মাঠে ব্যপক হামলা চালায় দামালরা। ধানের প্রচুর ক্ষয়ক্ষতি করে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাদের দাবী অবিলম্বে হাতিগুলিকে এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাক বন দপ্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584