অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির পথে ‘গুলাবো সিতাবো’

0
91

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনের জেরে বন্ধ শপিং মল, মাল্টিপ্লেক্স, সিনেমা হল। অথচ তৈরি হয়ে বসে আছে অগণিত ছবি। এই কঠিন পরিস্থিতিতে মুক্তি পাচ্ছে না একটি ছবিও।বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি হল ‘গুলাবো সিতাবো’।

Gulabo Sitabo | newsfront.co

সুজিত সরকার পরিচালিত এই ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং আয়ুস্মান খুরানা।১২ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই ছবি। বিশ্ব জুড়ে ২০০ টি দেশ দেখবে এই মজাদার, হাস্যরসপূর্ণ এই ছবিটি।

পরিচালক সুজিত সরকার এই প্রসঙ্গে বলেন- “অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবির মুক্তি ভারতীয় বিনোদন জগতের একটি নতুন আরম্ভ। আমি খুশি যে ২০০ টি দেশ এই ছবির মজা নিতে পারবে। ‘গুলাবো সিতাবো’ একটি হাস্যরসধর্মী ছবি। অমিতাভ বচ্চন এবং আয়ুস্মান খুরানার সঙ্গে কাজ করাটা একটা বড় পাওয়া আমার।”

ছবি প্রসঙ্গে অমিতাভ বচ্চন জানান- “গুলাবো সিতাবো হল এক টুকরো জীবন। চরিত্রটা আমায় সুজিত বলার পরই আমি আগ্রহী হই নিজের চরিত্র নিয়ে। খুব মজাদার একটি ছবি। সপরিবারে ড্রইং রুমে বসে দেখতে পারবেন এই ছবি। আয়ুস্মানের সঙ্গে কাজ করে আমি খুব খুশি।

INOX | newsfront.co

আরও পড়ুনঃ আসছে ‘দ্য জুঃ কভিড-১৯ অ্যান্ড অ্যানিম্যালস’

ছবিতে আমাদের দুজনকে দর্শক সবসময় খুনসুটি করতে দেখবেন। এই প্রথমবার ওঁর সঙ্গে কাজ করলাম। আমার অভিজ্ঞতা ভাল। ছবিটি ভৌগলিক সীমা ছাড়িয়ে দিতে সক্ষম। আর অ্যামাজনে আসছে। এই ব্যাপারে আমি খুশি।”

আয়ুস্মান খুরানা জানান, “ভিকি ডোনারের পর সুজিত সরকার আবার আমায় তাঁর ছবিতে কাজ করার সুযোগ দিলেন। আমি আপ্লুত। পাশাপাশি বিগ বি’র সঙ্গে এটা আমার প্রথম কাজ। এটাও কম বড় পাওনা নয়। ছবিতে আমরা দুজনে সমানতালে খুনসুটি করেছি। আশা করি ভাল লাগবে সকলের।”

movie | newsfront.co

‘গুলাবো সিতাবো’র গল্প ফেঁদেছেন জুহি চতুর্বেদি। পরিচালক সুজিত সরকার। ‘রাইজিং ফিল্মস’-এর ব্যানারে রনি লাহিড়ী এবং শীল কুমারের প্রযোজনায় আসছে এই ছবি।

অ্যামাজন প্রাইমের হাত ধরে ‘গুলাবো সিতাবো’ দেখতে পাবেন স্মার্ট টিভি, অ্যাপল টিভি, মোবাইল ডিভাইস, ফায়ার টিভি, ফায়ার ট্যাবলেট, ফায়ার টিভি স্টিক-এ। ১২ জুন মুক্তি পাবে ‘গুলাবো সিতাবো’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here