কচুরিপানা থেকে হস্তশিল্প-বিক্রম মিত্র:-
কচুরিপানা একটি জলজ আগাছা। এই আগাছাটি অতি দ্রুত বাড়ে ও পুকুর এবং নদীগুলির নব্যতা নষ্ট করে। বিভিন্ন অঞ্চলে কচুরিপানার অধিক বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। মৎস্যজীবীদের ক্ষেত্রেও এটি একটি বড় সমস্যা।
আর্থ ক্র্যাফট এমন একটি সংস্থা যারা এই আগাছা থেকে তৈরি করে কাগজ ও সেই কাগজ থেকে তৈরি করে নানান রকম হস্তশিল্প।
২০১২ সালে NABARDএর সহযোগিতায় উত্তর ২৪পরগনায় কোলসুর গ্রামে এই উদ্যোগটি গ্রহণ করা হয়। এই অঞ্চলে কচুরিপানা একটি বড় সমস্যা। এখানকার একটা স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে স্থানীয় মহিলারা কচুরিপানা থেকে কাগজ তৈরি করা এবং সেই কাগজ থেকে তারপর তৈরি হয় ফটো-ফ্রেম, ফোল্ডার, পেন-দানি, চায়ের কোস্টার, রাইটিং প্যাড, লাম্প-শেড ও আরো নানান রকম নিত্য ব্যবহার্য্য শিল্প-সামগ্রী।
এইসব মহিলারা আগে বিড়ি-বাঁধা এবং বোতল পরিষ্কারের কাজের সাথে যুক্ত ছিল। দীর্ঘদিন বিড়ি-বাঁধার কাজ করলে শারীরিক সমস্যা দেখা দেয়। কচুরিপানার এই কাজ তাদের একটি বিকল্প কর্মসংস্থানের উপায় তৈরি করেছে।
এরপর আর্থ ক্র্যাফট পূর্ব কলকাতার জলাভূমি এলাকায় SAFE এর সাথে একটি ট্রেনিং-প্রোগ্রাম চালায়।
এখন এই দ্রব্যগুলি কলকাতার লাইফ-স্টাইল স্টোর Byloom থেকে বিক্রি হয়।
এছাড়াও বাংলানাটক.কম এর সাহায্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে।
পুরুলিয়া জেলায় মৌতোড় গ্রামে শ্রী দেবপ্রিয় মুখার্জী কচুরিপানার stem থেকে তৈরি করছেন গাছ-রাজার পাত্র, waste paper box, laundry box, ব্যাগ,ইত্যাদি।
এখন আর্থ ক্র্যাফট MSMEর সাথে একটি ক্লাস্টার-ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে।
জলাভূমি সংরক্ষণ ও গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে এই উদ্যোগটি একটি বড় ভূমিকা গ্রহণ করতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584