নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
করোনা সতর্কতায় দেশ জুড়ে চলছে লক ডাউন। স্থগিত রাজ্যের পূর্ব নির্ধারিত পুরভোট। ফলে একে একে সব পুরসভাগুলিতে ‘প্রশাসক’ নিয়োগ করছে রাজ্য।

এই অবস্থায় বাঁকুড়া পুর বোর্ডের মেয়াদ শেষে বুধবার ‘প্রশাসক’ হিসেবে দায়িত্ব গ্রহন করলেন তৃণমূল নেতা ও বিদায়ী পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর পুর প্রধান চেয়ারপার্সন অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হলেন তিনি।
আরও পড়ুনঃ বাড়ি ফেরার পথে কন্যা সন্তানের জন্ম দিলেন শ্রমিক নাজিরা
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পুর নির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের নজিরবিহীন আক্রমণে আপাতত নির্বাচন স্থগিত।
এই অবস্থায় সাংবিধানিক নিয়মে পুরসভা পরিচালনার জন্য ‘প্রশাসক’ নিয়োগ করে পুরসভাগুলি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী এদিন বাঁকুড়া পুর বোর্ডের প্রশাসক হিসেবে কাজ শুরু করলেন বিদায়ী পুরপ্রধান। একই সঙ্গে সরকারি নির্দেশ মেনেই গঠিত হল এডমিনিস্ট্রেটর বোর্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584