মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবীতে এবার সোচ্চার কলেজ শিক্ষকেরাও

0
106

মিল্লাত হোসেন , ৪ঠা মার্চ , নিউজফ্রন্ট , মালদা:-

পশ্চিমবঙ্গে সরকার পোষিত ৬১৪ টি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করবে কে ? কমিটি না কমিশন!! এই নিয়ে ব্যাপক টালবাহানা ও দড়িটানাটানি চলেছ , এমন কী এই মামলা এখন সুপ্রীম কোর্টে বিচারাধীন৷ আজ মালদায় অনুষ্ঠিত বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উত্তরবঙ্গ ১ম মহাসম্মেলন থেকে কমিশনের পুনর্বহাল ও অতি দ্রুত শিক্ষক নিয়োগের জোরালো দাবি উঠলো রবিবার মালদা টাউন হলে | তবে অবাক করার ব‍্যাপার হল, এই দাবীতে সরব হলেন কলেজ শিক্ষকরাও।

আজ মালদা টাউন হলে মাদ্রাসা শিক্ষাপ্রেমী মানুষ, শিক্ষক,ফোরামের উত্তরবঙ্গের সদস‍্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন মালদা, দিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু কলেজের অধ্যাপকগণ।তাদের মধ্যে অন্যতম লালগোলা কলেজের অধ্যাপক সাহিদুর রহমান বলেন ” মাদ্রাসা তুলে দেওয়ার এটা একটা গভীর চক্রান্ত”।সামসি কলেজের অধ্যাপক  অলিউল্লাহ  সাহেব বলেন “শিক্ষক অভাবে উওরবঙ্গের তিনটি জেলার মাদ্রাসা শিক্ষা সম্পূর্ন ধ্বংসের মুখে আর মুসলামানদেরকে রাজনৈতিক দাবার গুটি হিসাবে ব্যবহার করা হচ্ছে”।

কালিয়াচক কলেজের অধ্যক্ষ নাজিবুর রহমান বলেন ,“কমিটির মাধ্যমে নিয়োগ হলে অর্থ ও রক্ত দুই যাবে,সুতারাং বিলম্ব না করে মুখ্যমন্ত্রীকে দ্রুত হস্তক্ষেপ করা উচিত”।

প্রসঙ্গত উল্লেখ্য , আগমী ৭ই মার্চ এই দাবী সহ একাধিক দাবীতে কলকাতার রাজপথ অভিযানের ডাক দিয়েছে ফোরাম |

অন‍্যান‍্য বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল, অধ্যাপক আব্দুল ওহাব,অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক মাহাফুজুর রহমান,অধ্যাপক আর্সাদ আলী, অধ্যাপক গোলাম মূর্তজা, অধ্যাপক আকিদুল সাহেব, অধ্যাপক আলমগীর, স্কুল সার্ভিস কমিশনের নর্দার্ন জোনের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মহাশয়, প্রফেসর ইসমাইল হক  প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here