মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলার করোনা পরিস্থিতি নিয়ে উৎসব অডিটোরিয়ামে বৈঠক করলেন স্বাস্থ্যদফতরের আধিকারিকরা। এদিন ওই বৈঠক শেষে কোচবিহার জেলার করোনা পরিস্থিতি মোকাবিলায় ও চিকিৎসা পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যদফতরের আধিকারিকরা।
এদিন সেখানে উপস্থিত ছিলেন ডিএইচএস অজয় চক্রবর্তী,ডিএমই দেবাশিস ভট্টাচার্য,ন্যশনাল হেলথ মিশনের এমডি সৌমিত্র মোহন সহ আরও অন্যান্য আধিকারিকরা। এদিন আধিকারিকরা ছাড়াও ওই বৈঠকে যোগ দেন জেলাশাসক পবন কাদিয়ান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রণজিৎ ঘোষ সহ জেলার আধিকারিকরা।
দেশ তথা রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে বাদ যায়নি কোচবিহার জেলাও। এই জেলাতেও প্রতিদিন হু হু করে করোনা সংক্রামিতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর তাতে অস্বস্তিতে রয়েছে কোচবিহার জেলা প্রশাসন। করোনা পরিস্থিতিতে কোচবিহার জেলাতে করোনা চিকিৎসার পরিকাঠামো, সেফ হোম গুলির কী অবস্থা রয়েছে, মূলত তাই নিয়ে আজকের এই বৈঠক।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় রাজ্যে মডেল আলিপুরদুয়ারঃ অজয় চক্রবর্তী
এদিন ডিএইচএস অজয় চক্রবর্তী বলেন,“এখানকার চিকিৎসা পরিকাঠামো ভালো রয়েছে। করোনা সংক্রমণ বাড়লেও তা মোকাবিলায় যথেষ্ট ভালোভাবে কাজ করছে জেলা প্রশাসন।”
প্রসঙ্গত, সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে বেশ কিছুটা অস্বস্তিতে রয়েছে জেলা প্রশাসন। গত দুই দিনে জেলা স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী আক্রান্তদের সংখ্যা ২১০ জন। তাদের মধ্যে কোচবিহার সদরের ৯৯, দিনহাটার ৪১, তুফানগঞ্জের ৩৫, মেখলিগঞ্জের ৬ এবং মাথাভাঙার ২৯ জন রয়েছেন।
আরও পড়ুনঃ ঘাটালে সেফহোম উদ্বোধনে জেলাশাসক
এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৮৯। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১৬। এবং মোট অ্যাক্টিভ কেস ৬৭৩। পাশাপাশি, মৃত্যু হয়েছে, ১০ জনের। কোচবিহার জেলা জুড়ে এখন পর্যন্ত ৩০৪টি কন্টেইনমেন্ট জোন অ্যাক্টিভ রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584