মনিরুল হক,কোচবিহারঃ
শুধু আইন শৃঙ্খলা রক্ষা করাই নয়,এবার রক্তদান,বস্ত্রদান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের মত সামাজিক কাজ করতে নামল পুলিশ।আজ শীতলখুচি থানায় ওই শিবির করা হয়।সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত সমাজ সেবী করিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার,ডিএসপি ট্রাফিক চন্দন দাস, মাথাভাঙার এসডিপিও শুভেন্দু মণ্ডল, শীতলখুচি ব্লকের বিডিও ওয়াংদি গেলগো ভুটিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি মালতি পাল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার বিতরণ শিবির
এদিন শীতলখুচি থানা সংলগ্ন মাঠে বিনামূল্যে স্বাস্থ্য শিবির,চক্ষু পরীক্ষা,রক্তদান শিবির ও দুঃস্থ অসহায়দের মধ্যে বস্ত্র দান করা হয়।পরে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার বলেন, “এক সময় পুলিশকে মানুষ ভয় পেত।এখন এই ধরনের কর্মসুচীর মধ্যদিয়ে মানুষ ও পুলিশ কর্মীদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে।” রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত করিমূল হক বলেন, “প্রত্যেক থানায় এমন ধরনের কর্মসূচী হলে মানুষ আরও বেশী উপকৃত হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584