কবির হোসেন, মুর্শিদাবাদ:
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ‘সালার প্রস্তুতি কেন্দ্রের’ উদ্যোগে বৃহস্পতিবার সালার থানার অন্তর্গত তালিবপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে মোট ১৩২ জনের স্বাস্থ্য পরীক্ষা এবং সুগার পরীক্ষা করা হয়, যার মধ্যে ৮২ জন মহিলা ছিলেন। ৬০ বছরের ঊর্ধ্বে ব্যাক্তিদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। সকলকে প্রয়োজন মত বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় ‘ সালার প্রস্তুতি বিজ্ঞান কেন্দ্রের ‘ পক্ষ থেকে।
আরও পড়ুনঃ রেডক্রশ সোসাইটির উদ্যোগে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
স্বাস্থ্য শিবিরের বার্তা গতকাল ঢেরি মাধ্যমে এলাকায় জানানো হয়েছিল, ফলে সকাল থেকেই গ্রামের মানুষ নাম লেখাতে থাকেন। বিজ্ঞান মঞ্চের সালার প্রস্তুতি কেন্দ্রের কনভেনর সুদিন চ্যাটার্জী বলেন “এই ধরনের স্বাস্থ্য শিবির মাঝে মাঝেই হওয়া দরকার। এবং সরকারি উদ্যোগে প্রত্যন্ত গ্রামে গ্রামে হলে আরও বেশি সংখ্যক মানুষ এর পরিষেবা পাবেন।” জয়েন্ট কনভেনর পার্থ সরকার জানান “আজ শিবিরে ডাক্তার অজয় বাবু ধর্য্যের সঙ্গে সকলের স্বাস্থ্য পরীক্ষা করেন।” সেই সঙ্গে সকল বিজ্ঞান কর্মী যাদের উপস্থিতিতে আজকের শিবির সফল হয়েছে তাদের সকলকে অভিনন্দন জানান তিনি।
আরও পড়ুনঃ ঘাটালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ মেদিনীপুর কুইজ কেন্দ্রের
বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত অধ্যাপক জাভেদ ইকবাল জানান “আজকের তালিবপুরের শিবিরে বেশিরভাগ মহিলাদের উপস্থিতি লক্ষ করা গেছে। যাদের প্রায় সিংহভাগই গরীব মানুষ, যারা সাধারণত অসুখবিসুখ নিয়েই সারাদিন সংসারে পরিশ্রম করেন এবং অসুখ হলেও টোটো ভাড়া করে সালার যান না। নিজের পাড়ায় স্বাস্থ্য শিবির হওয়ার জন্যই আজ মহিলাদের সংখ্যা বেশি।”
তিনি আরও জানান আজকের এই স্বাস্থ্য শিবির সফল হওয়ার জন্য সালার হাসপাতালের ভারপ্রাপ্ত BMOH ডাক্তার মৈনাক মন্ডল মহাশয়ের ভূমিকা অতুলনীয় এবং বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মৈনাক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584