নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অনেক টালবাহানার পর শুরু হয়েছে টলিপাড়ার শুটিং। কাজ এগোচ্ছে জোরকদমে। আর্টিস্ট ফোরামের তরফ থেকে দেওয়া সবরকমের দাবিদাওয়ার কথা মেনে নিয়েই শুরু হয়েছে শুটিং৷
অভিনেতাদের সুরক্ষার ব্যবস্থা না নেওয়া হলে কাজ এগোবে না- এমনই বক্তব্য ছিল আর্টিস্ট ফোরামের। শর্ত অনুযায়ী শিল্পীদের ইনস্যুরেন্স প্রিমিয়ামের ৫০ শতাংশ দেবে চ্যানেল, ৪০ শতাংশ প্রযোজক এবং বাকি ১০ শতাংশ দেবেন শিল্পী নিজে।
এই আবেদন মেনেই শুরু হয়েছে শুটিং। শুটিং শুরু হওয়া অবধি ছিল কাজ এগোনোর প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপ এসে হাজির।
আরও পড়ুনঃ দিশার নতুন অস্ত্র শ্রাবণী
২৭ জুন শনিবার হেলথ ইনস্যুরেন্স-এর কারণহেতু প্রথম পদক্ষেপের শুরুয়াত। শিল্পীদের রক্তপরীক্ষা করা হবে টেকনিসিয়ান্স স্টুডিও চত্বরে।
আরও পড়ুনঃ ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তনে খুশি শাহরুখ তনয়া সুহানা খান
এসভিএফ-এর আওতায় এই মুহূর্তে রয়েছে ‘জয় বাবা লোকনাথ’, ‘ত্রিনয়নী’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘চুনি পান্না’ ‘প্রথমা কাদম্বিনী’ সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিক। সেগুলির অভিনেতাদেরই রক্তপরীক্ষা হবে ২৭ জুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584