না জানিয়ে কলকাতায়, চিকিৎসকদের নোটিশ দিল কতৃপক্ষ

0
107

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা বিপর্যয়ের সময় হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে বাড়ি চলে যাওয়ার অভিযোগে ১৫ জন চিকিৎসক, ২ জন স্বাস্থ্য কর্মী, ৩ জন নার্সকে শোকজ করল স্বাস্থ্য দফতর।

health department showcase to doctors | newsfront.co
নিজস্ব চিত্র

সম্প্রতি কলকাতা থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা না জানিয়েই দীর্ঘ ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে যান।

health department showcase to doctors | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা পজিটিভ মিজো বাসিন্দা, কেন্দ্রীয় দলের গাড়িচালক জওয়ান, জোড়াবাগান থানার সার্জেন্ট-কনস্টেবল

অনেকে আবার মাস খানেক ধরে রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে যাওয়া-আসা করছেন। গত মাসের ২৪ তারিখে একদল চিকিৎসক ও নার্সদের একাংশ রায়গঞ্জ মেডিকেল কলেজে যান। বাকিরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার কাজে যোগ দিতে যান।

তার মধ্যে এক চিকিৎসকের লালা রসের রিপোর্ট পজিটিভ আসে। এর পরই বাকিদের পাঠানো হয় সেখানে। চিকিৎসকদের কলকাতা যাওয়ার বিষয়টি জানতে পেরেই দু-দিনের মধ্যে তাদের হাসপাতালের কাজে যোগ দিতে নোটিশ দিয়েছে কতৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here