সুদীপ পাল, বর্ধমানঃ
গত ২৭শে জুলাই গভীর রাতে বাড়ির সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছিল গুসকরার ১২ নং ওয়ার্ডের সুভাষ পল্লিতে। চুরি হয়েছিল টিভি, বাড়ির সামগ্রী। থানায় অভিযোগও করা হয়েছিল। কিন্তু চুরির রহস্যের কিনারা হওয়ার আগেই চোর ওই বাড়ির পিছনের গলিতে টিভি সহ বেশ কিছু সামগ্রী ফেরত দিয়ে গেল। জানা যায়, টিভিটি সাদাকালো এবং দীর্ঘদিন ধরেই অচল ছিল। প্রতিবেশীরা রসিকতা করে বলছেন, চোর টিভি এবং কিছু বাসনপত্র নিয়ে চলে যাবার পর সম্ভবত টিভিটি চালিয়ে দেখতে গিয়ে ঠকে যায়। তাই ফেরত দিয়ে গেছে।
একদিকে চোরেরা যখন জিনিসপত্র ফেরত দিয়ে গেল সেই সময় গুসকরার কাছে ওড়গ্রামে আলমারি ভেঙে প্রায় ২০ ভরি সোনা এবং ১৫ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোর। এই ঘটনায় এলাকায় রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুটি পৃথক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছ গুসকরা ও ভাতাড়ের ওড়গ্রামে। গুসকরার ঘটনায় অনেকেই বলছেন, চোরের বিবেক জেগেছে তাই জিনিস ফেরত দিয়েছে। যদিও অন্য মতে, বিবেক না ছাই, টিভিটা চলত না!এই খারাপ টিভি চুরি করে ধরা পড়ার কোন মানে হয় না!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584