নিজস্ব প্রতিবেদক, নিউজফ্রন্ট:
ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে বন্যবিধ্বস্ত প্রায় ১৫০০ মানুষের হাতে ১০ লক্ষ টাকা মূল্যের ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। শুক্রবার ২৩ জন ছাত্র অধ্যাপক শিল্পী সংস্কৃতি সমাজ ও ভাষাকর্মী খানাকুল ব্লকের তিনটি জায়গায় ত্রাণ বিলি করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল: চাল ডাল তেল আলু পেঁয়াজ চিঁড়ে মুড়ি বিস্কুট জিওলিন স্যানিটারি ন্যাপকিন নতুন জামাকাপড় শাড়ি খাতা কলম ছবি আঁকার পেন্সিল টর্চ দুধের প্যাকেট ।। বৌবাজার মোড়ে উদয়ন ছাত্রাবাসের সামনে থেকে যাত্রা শুরু হয়।
কবি শঙ্খ ঘোষের আশির্বাদ নিতে ত্রাণকর্মীরা তাঁর বাড়ি যান। খানাকুলের পূর্ব ঠাকুরানি চক, কাছরা গোডাউন পাড়ায় এবং রামপ্রসাদে ত্রাণ দেওয়া হয়।
সারাদিন ত্রাণ কাজ করে রাত্রি দেড়টার সময় ফিরে আসেন ভাষা ও চেতনা সমিতি ও তাঁদের সঙ্গী শিল্পীরা।
ত্রাণ কাজের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট সংস্কৃতি
সমাজকর্মী ও লেখক ড. ইমানুল হক।
তিনি জানিয়েছেন, এর আগে মুর্শিদাবাদ, গাইঘাটা, সুন্দরবন এবং নেপালে ত্রাণ কাজ চালিয়েছেন সমিতির কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584