বর্ধমানে পণ্যবাহী যান চলাচলে সাময়িক শিথিলতা

0
63

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমান পুরসভা এলাকায় দিনের বেলায় পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন শিথিলতা দিল।

high weighted vehicle service hold in burdwan municipality | newsfront.co
নিজস্ব চিত্র

জেলাশাসকের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে তাতে দেখা যাচ্ছে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত পণ্যবাহী যান প্রবেশ করতে পারবে। ট্রাফিকের বিধিনিষেধ এই সময়ের জন্য থাকবে না। যদিও উল্লেখ করা হয়েছে, এই শিথিলতা দেওয়া হচ্ছে কেবলমাত্র আগামী সাত দিনের জন্য।

high weighted vehicle service hold in burdwan municipality | newsfront.co
নিজস্ব চিত্র

গত ২৪ জানুয়ারি জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন পুরসভা এলাকায় প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুনঃ পুলিশ লাইনের সামনে অভিনব ছিনতাই, গহনা হয়ে গেল প্লাস্টিকের চুড়ি

নির্দেশিকার ফলে শহরের গুডসেড রোডের গুদাম থেকে বা মালগাড়ি থেকে নামানো পণ্য নিয়ে যেতে সমস্যা হচ্ছিল বর্ধমানের বিভিন্ন কলকারখানায়।

শুধু কারখানা নয় পুর এলাকার ব্যবসায়ীদের একাংশেরও এই নির্দেশিকায় সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধি, পণ্য সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সকলেই জেলাশাসকের দ্বারস্থ হন। জেলাশাসকের এই নির্দেশিকায় সাময়িক স্বস্তি পেয়েছেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here