নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আগামী ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগের দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জীর জনসভা। ইতিমধ্যেই জোরকদমে চলছে সভাস্থলের প্রস্তুতি ।
অভিষেকের জনসভার আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভামঞ্চের সমস্ত প্রকার নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয়। কারণ একসময় চন্ডিপুরে জনসভা করতে এসে মঞ্চে বক্তব্য রাখার সময় এই নেতাকে প্রকাশ্যে সপাটে চড় মারার ঘটনা ঘটে, যে কারণে তাঁর দ্বিতীয় বার পূর্ব মেদিনীপুরে সভার প্রস্তুতিতে নিরাপত্তার আঁটোসাটো ব্যবস্থা করছে তৃণমূল নেতৃত্বরা।
আরও পড়ুনঃ বিশ্ব বাংলার নামে নিঃস্ব বাংলা গড়া হচ্ছেঃ সেলিম
কাঁথির দইসাইতে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ৬ ফেব্রুয়ারিতে সভার প্রস্তুতি ও মাঠ পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ও জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
এদিন জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ইতিমধ্যেই আমরা সমস্ত দিক নজর রেখেছি, সভাস্থল ঘুরে দেখছি পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তায় বেঁধে দেওয়া হয়েছে গোটা সভাস্থল, পাশাপাশি লক্ষাধিক মানুষ এই জনসভায় যোগ দান করবেন এমনটাই জানালেন সুপ্রকাশ গিরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584