হোম কর্তৃপক্ষদের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা হতে চলেছে বর্ধমানে

0
78

সুদীপ পাল,বর্ধমানঃ

আগামী ৪ জুলাই পূর্ব বর্ধমান জেলার বেসরকারী ৬টি এবং সরকারী একটি হোমের কর্তৃপক্ষদের নিয়ে সেমিনার হতে চলেছে। পূর্ব বর্ধমান জেলা সমাজকল্যাণ আধিকারিক প্রশান্ত রায় বলেন,বর্ধমান জেলায় বর্তমানে ৬টি বেসরকারী হোম রয়েছে এবং একটি মেয়েদের সরকারী হোম রয়েছে।  হোমে থাকা আবাসিকরা কেমন আছে? প্রয়োজনীয় যত্ন নেওয়া হচ্ছে কিনা এবং সরকারী নিয়মের সব রকমের সুবিধা তারা পাচ্ছে কিনা এগুলি বিস্তারিত ভাবে দেখা হবে। কিন্তু সেমিনারের বিষয় কি? প্রশান্তবাবু বলেন, অনেক সময়ই হোমের বিরুদ্ধে আবাসিকদের ওপর যত্নবান না হওয়ার অভিযোগ ওঠে। এই সেমিনারে  হোম সংক্রান্ত সরকারী নিয়ম ও আইনগুলিকে তুলে ধরা হবে।

নিজস্ব চিত্র

এতে হোম কর্তৃপক্ষ যেমন সচেতন হবে তেমনই ভবিষ্যৎকালে আবাসিকদের ভালো সুবিধাদানে তৎপর হবে। নিজেদের গলদ কোথায় হচ্ছে এই সেমিনার থেকে হোম কর্তৃপক্ষীয়রা খুঁজে পাবেন বলে মনে করা হচ্ছে। একই সাথে  আবাসিকদের বাড়ির পরিচয় জানা এবং তাদের বাড়িতেই ফেরত পাঠানোর জন্য হোম কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলবে জেলা প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here