হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনের প্রস্তুতি সভায় উপচে পড়া ভীড়

0
158

উমার ফারুক, নিউজ ফ্রন্ট,মালদা,৪অক্টোবর:

ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স আসোসিয়েশনের উদ্যোগে এদিন পরিচালন সমিতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।জেলার কালিয়াচক ৩ ব্লকের জিবিএস হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন আছে আগামী ১২নভেম্বর।নির্বাচনী প্রস্তুতির জন্য উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে এক কর্মিসভার আয়োজন করা হয় যা কার্যত জনসভায় পরিনত হয়ে যায়।প্রায় দুই হাজারেরও অধিক মানুষ এদিনের সভায় উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ডঃমোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে ব্লকের সমস্ত নেতৃবৃন্দ এদিনের সভায় উপস্থিত ছিলেন।

বক্তব্যরত জেলা সভাপতি ডঃ মোয়াজ্জেম হোসেন।

ডঃমোয়াজ্জেম হোসেন জানান-এই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা দারুণ আশাবাদী।অভিভাবক দের আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের কর্মযজ্ঞ বোঝাতে সক্ষম হয়েছি।তাই জয় আমাদের সুনিশ্চিত এতে কোন সংশয় নেই।ইতিপূর্বে আমরা ফতেখানি,অচিনতলা,জৈনপুর,জামেয়া হোসেনিয়া,আইডিয়াল,ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা এর পরিচালন সমিতির নির্বাচনে জয় হাসিল করেছি।রাজ্য সরকারের সবুজ সাথী,কন্যাশ্রী,মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য খুবই জনপ্রিয়তা অর্জন করেছে।সভায় উপস্থিত ছিলেন নলিনী রঞ্জন, আশরাফুল বিশ্বাস, তবারক হোসেন, লুৎফর রহমান,বশিরুল,ফজলুর রহমান প্রমুখ নেতৃত্ব ও কর্মিবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here