শতাধিকবার রক্তদানকারী তিন রক্তদাতাকে সংবর্ধনা

0
52

তপন চক্রবর্তী উত্তর দিনাজপুরঃ

বৃহস্পতিবার বিশ্ব রক্ত দান দিবস উপলক্ষে জেলায় শতাধিক বার রক্তদান করে নজির সৃষ্টি করায় উত্তর দিনাজপুর ব্লাড ব্যাঙ্ক তিন সমাজ সেবীকে সম্বর্ধনা প্রদান করলো।উত্তর দিনাজপুর জেলার এই তিন নজির সৃষ্টিকারী সমাজসেবীরা হলেন যথাক্রমে রায়গঞ্জের সুব্রত সরকার ও কৌশিক ভট্টাচার্য এবং কালিয়াগঞ্জের সন্তোষ ব্যাজ্ঞানি।এই অভিনব সম্বর্ধনা অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলার রক্তদানে তিন নজির সৃষ্টিকারীদের সম্বর্ধনা দেন রায়গঞ্জ জেলা হাসপাতালের সুপার গৌতম মন্ডল এবং রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কের কর্মকর্তা রাহুল অধিকারী।

নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলায় রক্তদানে নজীর সৃষ্টিকারী সুব্রত সরকার সম্বর্ধনার উত্তরে বলেন রক্তদান মানেই জীবন দান।রক্তের চাহিদা মেটাতে নারী পুরুষ সবার এগিয়ে আসা অত্যন্ত জরুরী।কৌশিক ভট্টাচার্য বলেন আমার শরীর থেকে যতদিন পর্যন্ত রক্তদান করা সম্ভব আমি সেই কাজটিই করে যাবো সমাজের স্বার্থে।কালিয়াগঞ্জের নজীর সৃষ্টিকারী রক্তদাতা সন্তোষ ব্যাঙানি বলেন যতদিন জীবন থাকবে ও রক্ত দেবার সাধ্য থাকবে ততদিনএই নীরব সমাজসেবার অঙ্গীকার করছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here