সুদীপ পাল,বর্ধমানঃ
দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করে অসুস্থ হয়ে পড়েছিলেন বিক্ষোভকারীরা।জানুয়ারি মাস থেকে ডিপিএল কারখানার মৃত কর্মীদের পোষ্যরা প্রাপ্য চাকরির দাবিতে কারখানার সামনে অবস্থান বিক্ষোভ করছেন। অভিযোগ উঠেছিল,ডিপিএল কারখানার সামনে অবস্থান বিক্ষোভ চললেও ডিপিএল কারখানার প্রশাসনিক কর্মকর্তারা মানবিক মুখ দেখাতে তাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেননি।
এবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রীয় ডিপিএলের মৃত শ্রমিকদের পোষ্যদের রিলে অনশনে এলেন।তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী হলেও তাঁর এক্ষেত্রে কিছু করার নেই কারণ এটি সম্পূর্ণ রাজ্যের অধিকারে রয়েছে।
আরও পড়ুনঃ অবশেষে অনশনে বসলো আইআইটি পড়ুয়ারা
মৃত শ্রমিকদের পোষ্যদের পরিবারের পক্ষ থেকে সোমনাথ চট্টোপাধ্যায় বলেন মন্ত্রী বাবুল সুপ্রিয় তাদের রিলে অনশন মঞ্চে এসে বলেন তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন যাতে তাদের চাকরির বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা হয়। যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ভি শিবদাসন বলেন, ভোট এসে গেছে তাই মিথ্যা প্রতিশ্রুতির ঝোলা নিয়ে ভোট পাখিরা ঘুরছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584