শ্যামল রায়,কালনাঃ
দীর্ঘদিন ধরে চাষিদের জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ লাইন কেটে দেওয়া ও ভুতুড়ে বিলের প্রতিবাদে স্থানীয় শতাধিক চাষি অনশন শুরু করল।শুক্রবার থেকে এই অনশন শুরু হয় মন্তেশ্বর থানার অন্তর্গত মধ্যমগ্রাম পঞ্চায়েতের অধীনে সিহি গ্রামে।কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে দীর্ঘদিন ধরে ভুতুড়ে বিল এবং ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার প্রতিবাদে চাষিরা পথ অবরোধ বিক্ষোভ সমাবেশ একাধিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করলেও টনক নড়েনি বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের।
সংগ্রাম কমিটির সভাপতি অমিত মন্ডল এবং শেখ ইয়াকুব শেখ জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি না মেটানো পর্যন্ত তারা অনশন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।তাদের পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে পৌঁছে দেয়া হয়েছে।যদিও সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত জানিয়েছেন বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখা হচ্ছে।তবে সংগ্রাম কমিটির সভাপতি অমিত মন্ডল সহ অনশনরত চাষিদের দাবি ভুতুড়ে বিল আসার কারণে তারা সঠিক বিল পরিশোধ করতে না পারার কারণে তাদের বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়েছে।এর ফলে এখন ধান থোর হয়েছে তাই জল না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের জমি।তাই বিদ্যুৎ দপ্তর এর উচিত সঠিক তদন্ত করে বিদ্যুতের বিল পাঠিয়ে সংযোগ লাইন দিয়ে তাদেরকে আর্থিক সংকট থেকে বাঁচানো।
আরও পড়ুনঃ অবশেষে অনশনে বসলো আইআইটি পড়ুয়ারা
যদিও সাতগাছিয়া বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন যে তারা সঠিক বিল পাঠিয়েছেন এবং অনেক সুযোগ-সুবিধা চাষিদের জন্য জানিয়ে দিল।চাষিরা তাদের যুক্তি মানতে নারাজ।এর ফলে তাদের কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছেন স্থানীয় চাষিদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584