শ্যামল রায়,নদীয়াঃ
নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত জাফরনগর গ্রামে স্ত্রীর উপর অ্যাসিড ছোঁড়ার অপরাধে গ্রেফতার হয়েছেন স্বামী। বৃহস্পতিবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।আদালত সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম তপন দাস।
আরো পড়ুনঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রী’র বিরুদ্ধে
মারাত্মকভাবে জখম হয়েছেন তার স্ত্রী সোমা দাস এবং সাড়ে তিন বছরের সন্তান।সোমা দাসের অভিযোগ যে বিয়ের পর থেকেই তার স্বামী মদ খেয়ে তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছিল। বারবার এই সমস্ত কীর্তির কথা স্বামীকে বোঝানো হলেও কখনো বোঝেনি তাই অত্যাচার চরমে পৌঁছায় বুধবার। রাতের দিকে আমাকে মারধর করে এবং অ্যাসিড ঢেলে মুখে দেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে আমার দুটি হাত অ্যাসিডে পুড়ে যায় এবং আমার কোলে সাড়ে তিন বছরের মেয়ে ও মারাত্মকভাবে জখম হয়েছে।এই ঘটনার কথা আমার মা ধানতলা থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করায় পুলিশ গ্রেফতার করেছে স্বামীকে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584