নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
স্ত্রী ঈদে নতুন কাপড়ের আবদার করেছিলেন। কিন্তু লকডাউনের জন্য উপার্জন বন্ধ হয়ে গিয়েছে। স্ত্রীর আবদার না রাখতে পেরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মালদহ রতুয়া এক নম্বর ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের মালদাপট্টি গ্রামে। মৃত যুবকের নাম সাদ্দাম মিঞা (২৭) ৷ ঈদে নতুন জামাকাপড় কেনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয়। রাগ করে ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। এই পরিস্থিতিতে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন স্বামী৷ শুক্রবার তার শোবার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে৷
আরও পড়ুন:২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ১৩৫, মৃত ৬
পেশায় ট্রাকচালক সাদ্দাম তার বাবার ট্রাক চালাতেন। তাদের দুই ছেলেমেয়ে৷ স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লকডাউনে কাজ বন্ধ হয়ে গিয়েছিল সাদ্দামের৷ হাতে টাকাপয়সা কিছুই ছিল না ৷ এনিয়ে স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরেই তার ঝামেলা চলছিল বলে জানা গিয়েছে। রতুয়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584