মুর্শিদাবাদের সীমান্তে ৬০০ কেজি ইলিশ মাছ আটক বিএসএফের

0
90

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের পোস্ট ফারজি পাড়া, ১৪১ নং ব্যাটালিয়ন, বাংলাদেশ থেকে পদ্মা নদী দিয়ে ভারতে পাচার হওয়া ৬০০ কেজি ইলিশ মাছ আটক করেছে।বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছ থেকে খবর পেয়ে সীমান্ত ফাঁড়ি চারভদ্রার কোম্পানি কমান্ডার এবং বর্ডার ফাঁড়ি ফারজিপাড়া পোস্ট কমান্ডার একটি বিশেষ দল পাঠান সীমান্ত ফাঁড়ি ফারজিপাড়ার অঞ্চলে, আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে।

BSF | newsfront.co
বস্তা ভর্তি উদ্ধার হওয়া মাছ। নিজস্ব চিত্র

নদীতে দ্রুত বোট নিয়ে সন্দেহ জনক স্থানের দিকে এগিয়ে যায় দলটি।বিএসএফের দল দূর থেকে চার-পাঁচজন লোককে কাটা পাটের বান্ডিল তৈরি করে বাঁশের খুঁটি দিয়ে সেগুলিকে ভারতে নিয়ে আসতে দেখতে পায়, বিএসএফের স্পিড বোটটি দেখেই ৪-৫ জন চোরাচালানকারী নদীতে লাফ দিয়ে তারা আশপাশের উচ্চ পাট চাষের মধ্যে লুকিয়ে পালাতে সক্ষম হয়। টহলদল যখন কাটা পাটের বান্ডিলগুলি জল থেকে টেনে তা বের করে, তখন তার নিচের বস্তাগুলিতে মাছ পাওয়া যায়। বস্তাতে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা ৬০০ কেজি ইলিশ মাছকে আটক করতে সফল হয় বিএসএফ।

আরও পড়ুনঃ অতি বৃষ্টিতে সবংয়ে জলের তলায় কাঠের সেতু, এলাকা পরিদর্শনে জনপ্রতিনিধিরা

যার দাম ৯,৬০,০০০/ – টাকা বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মাছ যথাযথ দলিল সহ জলঙ্গির কাস্টম অফিসে জমা দেওয়া হয়।১৪১ নং ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী এন এস রৌতেলা জানান যে, “রাত দিন কর্তব্যরত সৈনিকদের দ্বারা দায়িত্ব পালনের প্রস্তুতি থাকায় ভারতীয় বা বাংলাদেশি চোরাচালানকারীরা তাদের পরিকল্পনায় সফল হতে পারছে না। আমাদের ব্যাটালিয়নের সেনারা দক্ষিণবঙ্গ ফ্রেটিয়ার ‘জিরো ট্র্যাফিকিং ক্যাম্পেইন’ চালাতে বদ্ধপরিকর।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here