মনিরুল হক, কোচবিহারঃ
গোপন সূত্রে খবর পেয়ে বোমা তৈরির সরঞ্জাম সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ নাজিরহাট এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ওই ব্যক্তির নাম বুলু বর্মন। তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণ বারুদ, সুতলি সহ বোমা তৈরির অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
দিনহাটা নাজিরহাট এলাকা বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত। এলাকা দখল নিয়ে মাঝে মধ্যেই তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। ওই সংঘর্ষের ঘটনায় লাঠিসোটার পাশাপাশি গুলি বোমার ব্যবহার হতেও দেখা গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা রাজনৈতিক দল গুলোর কাছে বোমা বিক্রির উদ্দ্যেশেই বাড়িতে কারখানা খুলে বসেছিলেন বুলু বর্মণ।
এলাকায় শান্তি ফেরাতে পুলিশ তৎপর হতেই ওই বোমা তৈরির কারখানার খবর পায়।
আরও পড়ুনঃ নাটাবাড়িতে বাড়ি-দোকান ভাঙচুর, আহত ১
এরপরেই রীতিমত পরিকল্পনা করে গতরাতে অভিযানে নামে বুলু বর্মণের বাড়িতে তল্লাশি চালায়। আর তখনই বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সমর্থ হয়। তবে বুলু বর্মণ কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584