নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
দালালের পাল্লায় পরে এদেশে কাজের খোঁজে এসেছিলো মোহম্মদ খায়রুল ( পরিবর্তিত নাম )।হিলির হাড়িপুকুর এলাকা দিয়ে এ দেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় হিলি থানার ত্রিমোহনী এলাকায় শিশুটি উদ্ধার হয় । তখন তার বয়স ছিল পনেরো বছর।পিতৃহারা শিশু।দাদা থাকে ওমান দেশে।সেখানে সে কাজ করে।বাড়িতে তিনবোন। দু’বোনের বিয়ে হয়েছে।
বাড়িতে অভাব।দারিদ্র আছে। তাই সংসারে হাল ধরার জন্য সিলেট থেকে একদিন ভারতে আসার পরিকল্পনা করে ফেলে সে এবং দালালের সঙ্গে যোগোযোগ করে ফেলে।সেই মোতাবেক শিশুটি পৌঁছে যায় হিলিতে।কিন্তু বিধি বাম।
আরও পড়ুনঃ নদীয়ায় বেআইনী অনুপ্রবেশকারী এক বাংলাদেশী মহিলা গ্রেফতার
৩০ ডিসেম্বর ২০১৭ সালে হিলি থানার পুলিশ ওকে উদ্ধার করে ত্রিমোহনী এলাকা থেকে এবং দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে শিশুটিকে বালুরঘাট শুভায়ন হোমে রাখা হয়।১লা জানুয়ারী ২০১৮ থেকে শিশুটির আশ্রয় হয় এই শুভায়ন হোম।
এরপর শিশুটির পরিবারের সঙ্গে যোগোযোগ করার পর দুদেশের হাই কমিশনের উদ্যোগে আজ তাকে দেশে ফেরানো সম্ভব হলো। শিশুটির প্রত্যর্পণের সময় উপস্থিত ছিলেন,শিপ্রা রায় ওসি ইমিগ্রেশন হিলি দক্ষিণ দিনাজপুর
ফিরোজ কবির ওসি বাংলা হিলি হাকিমপুর,দিনাজপুর পরেশ হাজরা শুভায়ন হোম কর্তৃপক্ষ সূরজ দাশ,সদস্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ দিনাজপুর সহ বিএসএফ বিজিবির কর্মকর্তা গন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584