শ্যামল রায়,কাটোয়াঃস্ত্রীকে সন্দেহের কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমনকি স্ত্রীকে খুন করার পর নিজেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী আবার চেষ্টা করলো স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত স্ত্রীর নাম রহিমা বিবি ।বয়স ২১ বছর। ঘটনাটি ঘটেছে কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি গ্রামে।
স্বামী আমির আলী জখম হয়ে ভর্তি কাটোয়া মহকুমা হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে আমিরের শারীরিক অবস্থা সংকটজনক।
স্থানীয় ও কাটোয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে কর্মসূত্রে স্বামী আমির আলী কেরলে থাকেন।
কয়েকদিন আগে বাড়ি এসেছেন তিনি।
কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন।
কয়েকদিন আগে বাড়ি ফিরে আসেন আমির আলী।
বাড়িতে এসে তিনি জানতে পারেন যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন। অন্তঃসত্ত্বার কথা শুনে ভীষণ ভাবে রেগে যান আমির আলী। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অশান্তি ঝগড়া বিতর্ক শুরু হয়ে যায় তাদের পরিবারে। এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারেন না বাইরে কর্মসূত্রে থাকেন অথচ বাড়িতে এসে দেখতে পান তার স্ত্রী অন্তঃসত্ত্বা এই ঘটনা লজ্জাকর বলে তার কাছে মনে হয়েছে। শুক্রবার রাতে স্ত্রী রহিমা বিবি কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। স্ত্রীকে কুপানোর পর সে নিজেও অস্ত্রের আঘাতে আত্মঘাতী হবার চেষ্টা করে। কিন্তু ঘটনাটি জানাজানি হবার পর দ্রুত দুইজনকেই কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। হাসপাতালেই রহিমা বিবি কে মৃত বলে জানায় চিকিৎসকরা। অন্যদিকে আমির আলীর চিকিৎসা হলেও অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।
মৃত রহিমা বিবির আত্মীয় মনোহারা বিবি জানিয়েছেন যে জামাই আমির আলী বাড়ীতে আসার পর থেকেই চরম অশান্তি শুরু হয় দুজনের মধ্যে। গতকাল রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মেয়ে রহিমাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। অন্যদিকে আমির আলী তিনিও আত্মঘাতী হবার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। গোটা বিষয়টি নিয়ে কাটোয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার মৃত বধুর কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহটি তুলে দেয়া হয়েছে তাদের পরিবারের হাতে। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ফিচার ছবি প্রতীকী এবং সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584