গেট খোলার দাবীতে ব্যবসা বনধে মিশ্র সাড়া

0
66

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

in order to open gate business ban

সিটিজেনস ফোরামের ডাকা আলিপুরদুয়ার শহর ব্যাবসা বন্ধে মিশ্র সাড়া পড়েছে।কিছু দোকান বন্ধ কিছু খোলা রয়েছে। নিউটাউন বাজার বন্ধ রয়েছে।আলিপুরদুয়ার ১ নং অসম গেট খোলার দাবিতে বৃহস্পতিবার ২৪ ঘন্টা ব্যাবসা প্রতিষ্ঠান বনধ ডাকল আলিপুরদুয়ার সিটিজেন্স ফোরাম।আলিপুরদুয়ার ১ নং অসম গেটের উপর রেলওয়ে ওভারব্রিজ চালু হওয়ার পর রেল ১ নং অসম গেট বন্ধ করে দেয়।রাজ্যের মুখ্যমন্ত্রী ডুয়ার্সে একটি অনুষ্ঠানে গত ৩১ অক্টোবর এই রেলওয়ে ওভারব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনের পরই রেল কতৃপক্ষ ১ নং অসম গেট পুরোপুরি বন্ধ করে দেয়।রেল গেট বন্ধ হয়ে যাওয়ার জন্য ওই এলাকার ১৫০ জন ব্যাবসায়ী সমস্যায় পড়েন।এই রেল গেট খোলার দাবিতে আলিপুরদুয়ার সিটিজেন্স ফোরাম বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহর ও আলিপুরদুয়ার জংশন ২৪ ঘন্টা ব্যাবসা বনধের ডাক দিয়েছে।অধিকাংশ ব্যাবসায়ী বৃহস্পতিবারের ব্যাবসা বনধকে স্বাগত জানিয়েছে।তাদের সাফ কথা যারা ১ নং অসম রেলগেট খোলার দাবিতে আন্দোলন করবে।প্রয়োজনে অনশনের ও হুমকি দেন ব্যবসায়ীরা।আলিপুরদুয়ার সিটিজেন্স ফোরামের সাফ কথা,রেলগেট বন্ধ হওয়ায় রাজ্য সড়ক বন্ধ হয়ে গেছে।আমাদের অধিকার খর্ব করার অধিকার কারও নেই।অসম রেল গেট খুলতে হবে এই দাবিতে ২৪ ঘন্টা ব্যাবসা বনধ ডাকা হয়েছে।আমরা রাজপথে চলার অধিকার চাই।তাই ১ নং অসম গেট খুলতেই হবে।

in order to open gate business ban

আরও পড়ুন: জীববৈচিত্র্য নথিভুক্তকরণ কর্মশালা 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here