নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ডের সিপাই বাজার কসাইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করা হল আজ। আজ ছিলো শিশু দিবস ও পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিবস।তাই আজকের দিনের গুরুত্বকে মাথায় রেখে এবং শিশু দিবস উপলক্ষ্যে এদিন বিদ্যালয়ের নবনির্মিত ভবনটির দ্বার উদঘাটন করা হয়।নতুন ভবনের দ্বার উদঘাটন করেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক হীরালাল ঘোষ,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিমলেন্দু দে,ওয়ার্ড কাউন্সিলার নির্মাল্য চক্রবর্ত্তী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এছাড়াও এদিন বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের নিয়ে নানা ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।প্রসঙ্গতঃ এই বিদ্যালয়ের নবনির্মিত ভবনের জন্য ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা দান করেন পুরপ্রধান প্রণব বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584