ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এআরভি ক্লিনিক

0
60

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Inauguration of ARV clinic at jhargram super specialty hospital
নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এআরভি ক্লিনিক চালু হচ্ছে।১১মার্চ ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হচ্ছে এআরভি(অ্যান্টি রেবিস ভ্যাকসিন) ক্লিনিক। ফলে এবার থেকে কুকুর,বিড়াল,নেকড়ের মতো প্রাণীদের কামড়ে জখমদের সুবিধা হবে।রবিবার বাদে প্রতিদিন ওই ক্লিনিকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।কেবল রবিবার দিনটি জরুরি বিভাগ থেকে প্রতিষেধক দেওয়া হবে।হাসপাতালের সুপার মলয় আদক বলেন,ওই ক্লিনিকের দায়িত্বে থাকবেন একজন চিকিৎসক ও একজন নার্স। তাছাড়া আক্রান্তদের ভয়ভীতি দূর করার জন্য একজন কাউন্সেলিংও করবেন।

আরও পড়ুনঃ বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাই ডিপেন্ডেন্সি ইউনিটের উদ্বোধন

Inauguration of ARV clinic at jhargram super specialty hospital
নিজস্ব চিত্র

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,সম্প্রতি নেকড়ের কামড়ে জখম দু’জনের মৃত্যু হয়েছে।তাই ভালো মতো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আলাদা ক্লিনিকটি করা হল।এদিকে,নেকেড়ের হানায় জখম তিন মহিলা সহ সাতজনকে শনিবার বনদপ্তরের উদ্যোগে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হেলোইচ্চি বলেন,’জখমদের চিকিৎসার জন্য বেলেঘাটা নিয়ে যাওয়া হয়েছিল।সবাই সুস্থ রয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here