তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক শ্মশানের উদ্বোধন হয়।উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।জানা যায় ইসলামপুরের মানুষে এই দাবি ছিল দীর্ঘদিনের।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করে জানান যে এই বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করতে ব্যায় হয় পাঁচ লক্ষ টাকা।পরে মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন,”ইসলামপুরের উন্নয়নে জনগণকে আমাদের সাথে সহযোগিতা করতে হবে।”
আরও পড়ুন: মানসকে খুনের হুমকি,ধৃত যুবক
শহরকে সবসময় পরিছন্ন রাখার আহ্বানও জানান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্র মন্ত্রী গোলাম রব্বানী,ইসলামপুর পৌর সভার পৌরপিতা কানাইয়া লাল আগরওয়াল,ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র, জেলা পরিষদের সহ সভাধিপতি সাহারা বানু সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধিকারীকগন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584