নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জেলাতে থাকা থানা গুলির বাইরেও গণঅভিযোগ কেন্দ্র হিসেবে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার ৷ উদ্বোধন করেন রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র৷ ছিলেন ডিআইজি সহ পুলিশ সুপারও।
এর সাথে এদিন পুলিশের পক্ষ থেকে মহিলাদের সহায়তার জন্য চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর ও হেয়াটসঅ্যাপ নম্বর৷ নম্বরটি হল -৮০০১০০৭৮৬৮ দেশে হায়দ্রাবাদ ও নির্ভয়া কান্ডের পরে মহিলাদের সুরক্ষায় এই বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের৷
জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন- যে কোনো বিপদ ও পিকনিক মরসুমে কোনো মহিলা যদি কোথাও বিপদে পড়ে থাকেন তাদের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর ও তাতে হেয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে মঙ্গলবার বারোটা থেকে। সবসময়ই এই নম্বর চালু থাকবে৷ সেখানে মহিলা পুলিশ সক্রিয় থাকবেন৷ কোথাও কোনো মহিলা বিপদে পড়লে বা কোথাও কাউকে বিপদে পড়েছে জানতে পারলে এই নম্বরে হেয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন৷ তাতে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পুলিশ থানা বা টহলরত পুলিশ বাহিনীকে সতর্ক করার ব্যবস্থা নেওয়া হবে ৷
সেই সাথে থানার বাইরেও কেউ চাইলে গণ অভিযোগ কেন্দ্রে তাঁদের অভিযোগ জানাতে পারেন, কোনো উর্ধতন পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলতে চাইলে তার সাথে সংযোগ করানো হবে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584