গণঅভিযোগ কেন্দ্রের উদ্বোধন পশ্চিম মেদিনীপুরে

0
27

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

জেলাতে থাকা থানা গুলির বাইরেও গণঅভিযোগ কেন্দ্র হিসেবে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার ৷ উদ্বোধন করেন রাজ্যের আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র৷ ছিলেন ডিআইজি সহ পুলিশ সুপারও।

উদ্বোধন। নিজস্ব চিত্র

এর সাথে এদিন পুলিশের পক্ষ থেকে মহিলাদের সহায়তার জন্য চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর ও হেয়াটসঅ্যাপ নম্বর৷ নম্বরটি হল -৮০০১০০৭৮৬৮ দেশে হায়দ্রাবাদ ও নির্ভয়া কান্ডের পরে মহিলাদের সুরক্ষায় এই বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের৷

নিজস্ব চিত্র

জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন- যে কোনো বিপদ ও পিকনিক মরসুমে কোনো মহিলা যদি কোথাও বিপদে পড়ে থাকেন তাদের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর ও তাতে হেয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে মঙ্গলবার বারোটা থেকে। সবসময়ই এই নম্বর চালু থাকবে৷ সেখানে মহিলা পুলিশ সক্রিয় থাকবেন৷ কোথাও কোনো মহিলা বিপদে পড়লে বা কোথাও কাউকে বিপদে পড়েছে জানতে পারলে এই নম্বরে হেয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন৷ তাতে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার পুলিশ থানা বা টহলরত পুলিশ বাহিনীকে সতর্ক করার ব্যবস্থা নেওয়া হবে ৷

দীনেশ কুমার,পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুর। নিজস্ব চিত্র

সেই সাথে থানার বাইরেও কেউ চাইলে গণ অভিযোগ কেন্দ্রে তাঁদের অভিযোগ জানাতে পারেন, কোনো উর্ধতন পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলতে চাইলে তার সাথে সংযোগ করানো হবে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here