নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শনিবার ফালাকাটা ব্লকের ধনীরামপুর গ্রামের ঐতিহ্যবাহী খিলকদমতলা চান্দির লীলাহাটির ৬২ তম মেলার শুভ উদ্ধোধন হলো শনিবার সন্ধ্যায়। এদিন মেলার উদ্ধোধন করেন জটেশ্বর লীলাবতী কলেজের অধ্যক্ষ ডঃ নারায়ন চন্দ্র বসুনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনীরামপুর ২ গ্রামপঞ্চায়েতের প্রধান নিতাই দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্তোষ বর্মন,পঞ্চায়েত সমিতির সদস্য সগেন্দ্র নাথ রায় সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।সংশ্লিষ্ট মেলা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন,ধনীরামপুর গ্রামের খিলকদমতলা চান্দির লীলাহাটি মেলাটি প্রতিবছরই দোলযাত্রা উপলক্ষ্যে আয়োজন করেন স্মৃতি সংঘ নামের একটি ক্লাব।
এবার এই মেলার ৬২ তম বর্ষ উপলক্ষ্যে ভারতীয় বায়ুসেনার পাকিস্তানে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক এর ঘটনা,পাকিস্তানে ধরা পরে যাওয়া ভারতীয় বায়ুসেনা কমান্ডার অভিনন্দনের ভারতে ফেরা,সবুজ সাথী,কন্যাশ্রী এবং পৌরাণিক কাহিনী অবলম্বনে বৃন্দাবনে মধুরমিলন সহ নানারকম লীলাপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ বত্রিশবিঘা সংগঠনী সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন
মেলা কমিটির সভাপতি সগেন্দ্র নাথ রায় জানান, এইমেলা একটি ঐতিহ্যবাহী মেলা।মেলার দিকেই এলাকার আট থেকে আশি সকলেই তাকিয়ে থাকেন।সবার কাছেই প্রতি বছরের ন্যায় এ বছরও একই ভাবে সহযোগীতার আবেদন জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584