তৃণমূল-বিজেপির পৃথক কর্মসূচী ঘিরে উত্তেজনা শীতলখুচিতে

0
57

মনিরুল হক, কোচবিহারঃ

রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে মাথাভাঙ্গা মহকুমার শীতলখুচি ব্লক। গ্রামে রাজনৈতিকভাবে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে সোমবার থেকে শীতলখুচি এলাকার ডাকঘরা এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দাবী ও পাল্টা দাবীর মধ্যেই ফের মঙ্গলবার সকাল থেকে ওই ডাকঘরা বাজারে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

এদিন সকালে বিজেপি মিছিল করে এলাকায়। এই কর্মসূচীকে ঘিরে এলাকায় যাতে রাজনৈতিক উত্তেজনা দেখা না দেয় তাই প্রচুর পুলিশ মোতায়েন ছিল ওই এলাকায়। কিন্তু হঠাৎ করেই গোসাইহাট বন্দরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। দুপুরবেলায় বিজেপি বন্দর এলাকায় মিছিল করে।

জানা গেছে পূর্ব নির্ধারিত কর্মসূচী ছিল এইদিন তৃণমূল কংগ্রেসের গোসাইহাট বন্দরে তৃণমূল তাঁদের কর্মসূচী রুপায়ন করবে। অভিযোগ তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও বিজেপি মিছিল করেছে ওই এলাকায়। অবশ্য বিজেপি মিছিলের কথা স্বীকার করেছে।

তৃণমূল কংগ্রেস নেতা শাহের আলী মিয়া বলেন, বিজেপি গোটা শীতলখুচি ব্লকের অশান্ত করতে চাইছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিটিং সভা করি। বিজেপি গণতন্ত্র মানে না। গোসারহাট বন্দরে আজকে তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল এবং পথসভা হয়। এই পথ সভায় নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস নেতা সাহেব আলী, মদন বর্মণ, অশোক রায়, অনিল বর্মন, কাসেম আলী মিয়া,হরিনাথ বর্মন প্রমুখ। এদিকে বিজেপি ও তৃণমূলের পৃথক কর্মসূচীকে ঘিরে এলাকায় ছিল টানটান উত্তেজনা। এদিন ওই এলাকায় ছিল অঘোষিত বনধ, দোকান পাট ছিল সব বন্ধ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here