সাহায্য চেয়েও মেলেনি! পড়ে গিয়ে মৃত্যু রোগীর

0
29

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। আর তার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতের প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গে দিন দিন জটিল হচ্ছে কোভিড পরিস্থিতি। এহেন কঠিন সময়ে সরকারি হাসপাতালে সন্দেহভাজন করোনা রোগীকে অ্যাম্বুল্যান্সে তুলতে হাত লাগালেন না কেউ। ফলে ওয়ার্ড থেকে অ্যাম্বুল্যান্স পর্যন্ত যেতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনা বনগাঁ মহকুমা হাসপাতালের। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।

Death | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, শনিবার বিকেলে শ্বাসকষ্ট-সহ করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন এক বৃদ্ধ। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ৮ টা নাগাদ তাঁকে ব্যারাকপুরের করোনা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এরপরই শুরু হয় হয়রানির।

আরও পড়ুনঃ আমতলা হিমালয় মার্কেটে অগ্নিকান্ডে ভস্মীভূত টায়ার গোডাউন

নিহত বৃদ্ধের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে বনগাঁ থেকে ব্যারাকপুর যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও হয়। কিন্তু হাসপাতালের ওয়ার্ড থেকে বৃদ্ধকে অ্যাম্বুল্যান্সে তুলতে এগিয়ে আসেননি কেউ। এমনকী অ্যাম্বুল্যান্স চালকের কাছে সাহায্য চেয়েও মেলেনি। এরপর অক্সিজেনের নল খুলে নিজেই স্বামীকে ধরে অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টা করেন স্ত্রী। তখনই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

আরও পড়ুনঃ ৯ হাজার ভাড়া দিতে অপারগ, নাবালক রোগীকে পথেই নামিয়ে দিল অ্যাম্বুল্যান্স চালক

অভিযোগ, বৃদ্ধের মৃত্যুর পর অন্তত ৩০ মিনিট সেখানেই পড়ে ছিল দেহ। তার পর দেহটি উদ্ধার করেন হাসপাতালের কর্মীরা। ঘটনার কথা স্বীকার করেছেন হাসপাতালের সুপার। তিনি জানিয়েছেন, মৌখিক অভিযোগ পেয়েছি। কারা তখন হাসপাতালে কর্মরত ছিল তার খোঁজ করা হচ্ছে। খোঁজ চলছে অ্যাম্বুল্যান্স চালকেরও। শুধু বনগাঁ হাসপাতাল নয়, বর্তমানে রাজ্য জুড়ে এমনই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে।

অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে করোনা রোগীদের সঙ্গে অমানবিকতার অভিযোগ উঠছে। করোনা রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য এগিয়ে আসছেন কেউই। এই সময়ে অন্য কারোর সাহায্য পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। ফলে অ্যাম্বুলেন্স থেকে পড়ে এভাবে প্রাণ হারাচ্ছেন অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here