মনিরুল হক, কোচবিহারঃ
অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনতে এক পক্ষকাল ধরে সচেতনতামূলক ক্যাম্প করবে কোচবিহার জেলা শ্রম দফতর। বুধবার কোচবিহারের রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিক ভাবে এই সচেতনতা ক্যাম্পের সূচনা হয়। ১৫ আগস্ট পর্যন্ত জেলা শ্রম দফতরের উদ্যোগে কোচবিহারের পুরসভা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করতে সচেতনতা মূলক শিবির করা হবে। এই উদ্দেশ্যে শ্রম দফতরের পক্ষ থেকে একটি ট্যাবলো জেলা জুড়ে প্রচার চালাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা শাসক কৌশিক সাহা, শ্রম দফতরের জেলা আধিকারিক ও আরও অনেকে। জানা গিয়েছে, অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করতে এবং তাদের সামাজিক সুরক্ষা যোজনায় নিয়ে আসার উদ্দেশ্যে শ্রম দফতর ১৫ দিন ধরে এই বিশেষ অভিযান চালাতে উদ্যোগ নিয়েছে।
কোচবিহার জেলা ডেপুটি লেবার কমিশনার রমেশ কুমার সিনহা বলেন, “সামাজিক সুরক্ষা যোজনা ২০১৭ শুরু হয়েছে। সেই উপলক্ষ্যে জনসাধারণকে সচেতন করতে একপক্ষ কালীন আমাদের ক্যাম্প চলবে। যত সংখ্যক অসংগঠিত শ্রমিক আছেন, তাদের আমরা এই যোজনার আওতায় আনতে চাই। সরকার তাদের যেই সুবিধা দিচ্ছে, তাদের হাতে তা তুলে দিতে চাই। এখন পর্যন্ত জেলায় ২ লক্ষ ৮০ হাজার শ্রমিককে সুবিধা দেওয়া হয়েছে। প্রায় ৮০ হাজার এই পর্যন্ত ৩৫-৩৬ কোটি টাকা সুবিধা পেয়েছে। তালিকায় আরও প্রচুর আছেন, যারা ভবিষ্যতে সুবিধা পাবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584