পুকুর নিয়ে বিবাদে বোমাবাজি,আহত মহিলা

0
34

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

পুকুর নিয়ে পুরনো বিবাদের জেরে এলাকায় বোমাবাজির ঘটনায় জখম হলেন এক মহিলা।গুরুতর জখম আবস্থায় ওই মহিলা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানার মহদিপুর রামকেলি এলাকার ঘটনাটি ঘটেছে।জানা জখম মহিলার নাম অনিতা ঘোষ(৩৫)।স্বামী স্বপন ঘোষ। বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর রামকেলি।

Injured woman by bombing at conflict about pond
আহত মহিলা। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে তিনি বাজার যাচ্ছিলেন।সেই সময় রাস্তায় বোমা ছোড়ে দুষ্কৃতিরা। মহিলার বা হাতে ছিটা বোমা লাগে।গুরুতর জখম হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায়।

আরও পড়ুনঃ জমি ঘিরে বিবাদে ভাইয়ের হাতে খুন দাদা

জানা গিয়েছে ওই এলাকার কালু ঘোষ ও কাত্তিক ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের দখল নিয়ে বিবাদ চলছিল।এদিন সকালে কালু ঘোষের বাড়ি থেকে কাত্তিক ঘোষের বাড়ি লক্ষ করে বোমা ছোড়ে।ওই বোমা ছিটকে গিয়ে মহিলার হাতে লাগে।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here