নিজস্ব প্রতিবেদক, কল্যানীঃ
উন্নততর জীবনের লক্ষ্যে অভিপ্রয়াণের বহুমুখী চরিত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনার উদ্দ্যেশ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাতদিনব্যাপী আন্তর্জাতিক আন্তর্বৈষয়িক কর্মশালা আয়োজিত হল সেন্টার ফর স্টাডিজ অন বেঙ্গলী ডায়াস্পোরা এবং কলা ও বাণিজ্য অনুষদের সৌজন্যে। এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ব্রুস বাকনেল, নেপালের কন্সাল জেনারেল একনারায়ণ আরিয়াল, মার্কিন কন্সাল (অর্থ ও রাজনীতি) প্রসেনজিত গুপ্ত, নেপালের কন্সাল বিশ্বপ্রসাদ সিনেরু।
রাষ্ট্রদূতগণের ভাষণে ভারতের সঙ্গে স্বীয় দেশের বৈদেশিক সম্পর্ক ও অভিবাসন প্রসঙ্গ উঠে আসে। কর্মশালার উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার ঘোষ। কর্মশালার পরিচালক ছিলেন ডায়াস্পোরা সেণ্টারের ডিরেক্টর অধ্যাপক সুমিত মুখোপাধ্যায়। কর্মশালার সমাপ্তি ভাষণ দান করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী।
কুড়িজন প্রথিতযশা বিজ্ঞানী, ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী এই কর্মশালায় তাঁদের বক্তব্য উত্থাপন করেন। এই কর্মশালায় মোট বিয়াল্লিশজন অধ্যাপক ও গবেষক অংশগ্রহণ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584