নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
ইরফান খান পুত্র বাবিল শিক্ষানুরাগী ৷ লন্ডনের ‘ওয়েস্ট মিনস্টার বিশ্ববিদ্যালয়’-এ পড়াশুনা করেন অভিনেতা ইরফান পুত্র বাবিল খান। কিন্তু সেই বাবিলই নাকি ছেড়ে দিয়েছেন পড়াশুনা। কিন্তু কেন? অভিনেতার ইনস্টা পোস্ট জানান দিচ্ছে, এবার অভিনয়েই ১০০ শতাংশ দিতে চান বাবিল। আর সেই কারণেই সিনেমা নিয়ে তাঁর যে পড়াশোনা চলছিল তা তিনি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বাবিল লিখেছেন– “আমার বন্ধুরা, তোমাদের সবাইকে খুব মিস করব। মুম্বইয়ের আমার হাতেগোনা কয়েক বন্ধু রয়েছে। খুব বেশি ২/৩ জন। এই অদ্ভুত ঠাণ্ডা জায়গায় তোমরা আমায় বাড়ির মতো ভালবাসা দিয়েছো। ফিল্ম বিএ, আজ থেকে ড্রপ আউট করলাম। বিদায় ইউনিভার্সিটি অব ওয়েস্ট মিনস্টার।”
আরও পড়ুনঃ “কিছু কিছু সিনেমা, গানের রিমেক হওয়া ঠিক নয়”- জানালেন সৌরভ দাস
প্রসঙ্গত, ইরফানের মৃত্যুর পর থেকেই ইনস্টাগ্রামে বেশ সক্রিয় বাবিল। বাবার সঙ্গে কাটানো বিশেষ বিশেষ মুহূর্ত, বাবাকে মিস করার যন্ত্রণা মাঝেমাঝেই শেয়ার করেন তিনি। ইতিমধ্যেই ওয়েবে অভিষেক ঘটেছে বাবিলের। ‘নেটফ্লিক্স’-এর জন্য নির্মিত ‘কালা’তে অভিনেতা হিসেবে ডেবিউ করছেন বাবিল। তাঁর বিপরীতে থাকছেন বুলবুল খ্যাত তৃপ্তি।
পাশাপাশি পরিচালক সুজিত সরকারের সঙ্গেও একটি ছবিতে কাজ করার কথা আছে তাঁর। সেই ছবির প্রযোজনায় রনি লাহিড়ী। শনিবার সোশ্যাল মিডিয়ায় রনি নিজেই এই খবর জানিয়েছেন। রনি লিখেছেন- “আপনার ঐতিহ্য এগিয়ে নিয়ে চলার জন্য সম্মানিত বোধ করছি ইরফান স্যার। আপনার মতো কিংবদন্তীর সঙ্গে কাজ করেছিলাম। এ বার বাবিল।”
আরও পড়ুনঃ ‘এক্স=প্রেম’ নিয়ে বিতর্কে জড়িয়েছেন সৃজিত-শিলাজিত, মিটমাট চান পরিচালক
বাবিলকে নিয়ে কী ছবি তৈরি হতে চলেছে তার কিছু আভাস দেওয়া হয়নি প্রযোজনা সংস্থার তরফে। বলতে দ্বিধা নেই, বাবার পথেই হাঁটার ঝুঁকিটা নিয়ে নিলেন বাবিল। দেরি করতে চাইলেন না। তবে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করা হল না তাঁর, এ আক্ষেপ চিরকাল বয়ে বেড়াবেন অভিনেতা বাবিল। নতুন চলার পথে রইল শুভকামনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584