পিকনিকের মরশুমে সেজে উঠছে ইসলামপুর পার্ক

0
90

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

ইসলামপুর পার্কে তৈরি হচ্ছে নতুন রাস্তা পেপার ব্লক দিয়ে। ইসলামপুর পার্ক এন্ড গার্ডেন নর্থ ডিভিশনের শিলিগুড়ির আন্ডারে ইসলামপুর পার্ক। আগে রাস্তাটি ঢালাই রাস্তা ছিল যার ফলে এই রাস্তা দিয়ে বর্ষাকালে জল জমে যেত এবং যেসব ভিজিটর এই পার্কে আসতেন তাঁদের শিশুদেরকে নিয়ে বা নিজেরাও আসতে এইসব মানুষরা অসুবিধার মধ্যে পড়তেন ।

নিজস্ব চিত্র

পার্কে ঢোকার মূল রাস্তা দেখতেও এখন সুন্দর হয়েছে, নতুন এই রাস্তা হওয়ার দরুন আর জল জমবে না এবং রাস্তা অনেকটাই উঁচু হয়েছে এই পেপার ব্লক দিয়ে বানানোর ফলে। রাস্তাটি আগের থেকে অনেক সুন্দর হয়েছে।

মানব চক্রবর্তী, রেঞ্জার। নিজস্ব চিত্র

শিলিগুড়ি নর্থ ডিভিশনের রেঞ্জার মানব চক্রবর্তী বলেন এক লক্ষ ৫১ হাজার টাকা খরচ হয়েছে এই রাস্তা তৈরি করতে এবং ইসলামপুর পার্কে আরও রাস্তা সহ বিভিন্ন উন্নয়নের কাজ করা হবে বলে তিনি জানান।

তৈরি হচ্ছে নতুন রাস্তা। নিজস্ব চিত্র

ইসলামপুর পার্কে ট্রাকলেস ট্রেন ঘুরবে খুব শীগ্রই সেটাও তিনি আজ জানিয়েছেন। তিনি বলেন দিন দিন ইসলামপুর পার্কে ভিজিটরের সংখ্যা আরো বাড়ছে তার জন্যই আমরা এই বিভিন্ন পার্কের আরো উন্নতি করছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here