রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ৩১ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দিলো জামায়াতে ইসলামী হিন্দ। রবিবার বড়ঞা ব্লকের বেলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে কৃতীদের হাতে ফাইলসহ পেন একটি চারাগাছ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। ছাত্র-ছাত্রীদের বেশিরভাগই মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লক এলাকার তথাকথিত পিছিয়ে পড়া এলাকা বেলডাঙ্গা, ঝিকরহাটি, কুণ্ডল, আন্দি, সহ বিভিন্ন গ্রামের ছেলে মেয়ে।
প্রসঙ্গত কৃতীদের মধ্যে মাধ্যমিক উত্তীর্ণ ৩ জন ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ২৮ জন ছাত্র ছাত্রী ছিলেন। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়ঞা থানার এএসআই দানেমূল খান, নুর জাহানারা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ জানে আলম , জামাআয়াতে ইসলামী হিন্দ এর ব্লক সভাপতি জাহাঙ্গির সেখ সহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা জামাআতে ইসলামী হিন্দের এই ধরনের প্রচেষ্টায় পড়ুয়ারা উদ্বুদ্ধ হবে বলে মন্তব্য করেন। মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্যকে আমিরুল বাসার বলেন ” এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রতিবছর ন্যায় এ বছরেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। তাতে যে উৎসাহ ছিল সেটাই বড়ো পাওনা।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584