উপনির্বাচনের আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ

0
29

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

শুক্রবার রাজ্যের মন্ত্রীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিজেপি থেকে তৃণমূল দলে যোগ দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দলবদল। নিজস্ব চিত্র

শুক্রবার ২৫জন বিজেপির সমর্থক কালিয়াগঞ্জের ৫নম্বর ওয়ার্ডের পীরতলার জনসভায় মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে ভোটের পূর্বমুহূর্তে দলবদল করে তৃণমূলের হাত শক্ত করলো বলে সাধারণ মানুষদের বলতে শোনা যায়।

নিজস্ব চিত্র

অনেকের ধারণা এর পেছনে বিজেপির প্রার্থী হতে না পারা বিজেপির রূপক রায়ের হাত থাকতে পারে বলেই সবাই মনে করছে। এ ব্যাপারে তৃণমূলের কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি কার্তিক পাল বলেন মানুষ দেরিতে হলেও বুঝতে পারছে বিজেপির উন্নয়ন বলে কোন এজেন্ডা নেই। এদের একমাত্র এজেন্ডা ধর্ম নিয়ে সুড়সুড়ি দেওয়া এছাড়া আর কোন দ্বিতীয় কাজ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here