মনিরুল হক, কোচবিহারঃ
মোবাইলে কথা বলতে বলতে সেতুর উপর থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হলেন এক ছাত্রী। রবিবার বিকেলে সিতাই থানার সাগরদীঘি ঘাটে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম রত্না বর্মণ (২০)। সে দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার বাড়ি সিতাই ভোলা চাতরা গার্লস স্কুল সংলগ্ন এলাকায়। রবিবার বিকেলে দিনাহাটা ও সিতাইয়ের সঙ্গে যোগাযোগকারী নতুন সেতুর উপর দিয়ে হাঁটছিলেন রত্না। ওই সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে শিঙ্গিজানি নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্মকর্তারা ছুটে এসে ডুবুরী নামিয়ে তল্লাশি চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায় নি। সাগরদীঘি ঘাট থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছে। নদীতে জল বেড়ে যাওয়ায় স্রোত অনেকেটাই বেশী। তাই বাংলাদেশে ভেসে গিয়েছে কিনা, তা নিয়েও প্রশাসনিক স্তরে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বিধায়ক জগদীশ বসুনিয়া বলেন, “ আমি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে তল্লাশি চালানোর কাজ পরিদর্শন করেছি। কিন্তু অনেক খোঁজার পরেও উদ্ধার করা যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584