বাচ্চারা সকাল ৭টায় স্কুলে যেতে পারলে আদালত কেন সকাল ৯টায় নয়! মন্তব্য বিচারপতি ললিতের

0
84

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বাচ্চারা যদি সকাল ৭টায় স্কুলে যেতে পারে তাহলে বিচারপতি ও আইনজীবীরা কেন সকাল ৯টার মধ্যে আদালতে উপস্থিত থাকতে পারবেন না? শুক্রবার আদালত শুরুর সাধারণ সময়ের একটি মামলার শুনানি করতে বসে এমনটাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত।

বিচারপতি ইউ ইউ ললিত, ছবিঃ এনডিটিভি

সাধারণ ভাবে সুপ্রিম কোর্টে কাজ শুরু হয় সকাল সাড়ে ১০টায়,মাঝে থাকে দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি, আর আদালতের কাজ শেষ হয় বিকেল ৪টের সময়। একটি মামলার শুনানি করতে সেই সাধারণ সময়ের অনেকটাই আগে সকাল সাড়ে ৯টায় চলে আসেন বিচারপতি। সেসময় উপস্থিত ছিলেন এক পক্ষের আইনজীবী মুকুল রোহতগী। তিনি বলেন সকাল সাড়ে ৯টায় আদালতের কাজ শুরু হলে তা আদর্শ সময়। তাঁর কথায় সহমত প্রকাশ করে বিচারপতি ললিত বলেন, “ আমিও তাই মনে করি। আমাদের বাচ্চারা যদি সকাল ৭টায় স্কুলে যেতে পারে তাহলে আমরা কেন সকাল ৯টায় কাজ শুরু করতে পারি না?”

আরও পড়ুনঃ সংসদ চত্বরে বিক্ষোভ, ধর্ণা নয়- ফরমান জারি রাজ্যসভার সচিবালয়ের

বিচারপতি ললিতের মতে সুপ্রিম কোর্টের যে কোনও বেঞ্চে শুনানি শুরুর আদর্শ সময় সকাল ৯টা। বেলা সাড়ে ১১টায় আধ ঘণ্টারএকটি বিরতি হোক। তার পর আবার ২টো পর্যন্ত আদালতের কাজকর্ম চলুক। এর ফলে সন্ধ্যায় সবাই অনেক বেশি সময় হাতে পাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here