গানওয়ালার ‘আহীর বৈরাগী’ রাগ চুরি! হাসপাতালেই ক্ষোভ ওগড়ালেন শিল্পী

0
175

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অসুস্থ ‘গানওয়ালা’ হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ফাঁকেই চুরি হয়ে গিয়েছে তাঁর নির্মিত একটি রাগ! আর তা জানার পরই হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কবীর সুমন।

Kabir Suman
কবীর সুমন, ছবি: সংগৃহীত

বছরখানেক আগে ‘আহীর বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেন শিল্পী কবীর সুমন। ফেসবুকে তা সকলকে জানিয়েওছিলেন তিনি। এরপর সুভদ্র কল্যাণ রাণা নামে জনৈক ব্যক্তি যোগাযোগ করেন তাঁর সঙ্গে। অনুমতি চান ওই রাগটি বাজানোর। কবীর সুমন তাঁকে অনুমতিও দেন।

কবীর সুমনের ফেসবুক পোস্ট

সূত্রের খবর, সুভদ্র কল্যাণ রাগটি তুলে নিয়ে তা তবলায় সুমনকে বাজিয়ে শুনিয়েছিলেন। তবে, এই মুহূর্তে ‘গানওয়ালা’র অভিযোগ, সুভদ্র কল্যাণ রাণা নাকি এখন বলে বেড়াচ্ছেন ‘আহীর বৈরাগী’ রাগটি নাকি তাঁরই সৃষ্টি।

আরও পড়ুনঃ রাজা চন্দর ওয়েব সিরিজ ‘কাটাকুটি’-তে হিরোইনের ভূমিকায় মানসী

সুমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- “এমন ঘটনা তাঁর চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়তো। আজ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিকিৎসক, সেবক, সেবিকার স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতায় সেরে উঠছি কলকাতার SSKM হাসপাতালে। আমি সেরে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবো। আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত। আশা করছি সুভদ্র কল্যাণ রাণা হিংসা হানাহানি মিথ্যাচারে নয় সংগীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গীতসঙ্গ করবেন। সুরে তালে লয়ে থাকুন। শান্তি!” কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন শিল্পী।

কথোপকথনের স্ক্রিনশট

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here