সিবিআই তদন্তে প্রমানিত নির্দোষ কাফিল খান নিজ উদ্যোগে প্রাণ বাঁচিয়েছিল শিশুদের

0
33

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

kafeel khan save the child life | newsfront.co
সংবাদচিত্র

উত্তরপ্রদেশের গোরক্ষপুর একটি মেডিকেল কলেজে অক্সিজেন সরবরাহের অভাবে দুদিনে ৬৩ জন শিশু মৃত্যুর ঘটনায় দায় চাপানো হয়েছিল ডাঃ কাফিল খানের উপর । এই ঘটনার তাঁকে অভিযুক্ত করে যোগী রাজ্যের পুলিশ । ঘটনায় আট মাস হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল ডঃ কাফিলকে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে।

তবে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয় । দু’বছর পরে সেই তদন্তে ডঃ কাফিল কে ক্লিনচিট দিল সিবিআই। তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে ডঃ কাফিল এর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে । সিবিআই আরো জানায় ডঃ কাফিল বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করে কিছু শিশুর প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন।

দুই বছর আগে এই ঘটনায় মিথ্যে ভাবে অভিযুক্ত করা হয়েছিল ডঃ কাফিল খান কে এবং তার জেরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল । দীর্ঘ আট মাস হাজতবাস করার পরে জামিনে মুক্তি পান। অবশেষে মামলার তদন্তভার বর্তায় সিবিআই-এর হাতে । প্রায় এক বছরের বেশি সময় ধরে তদন্ত চলার পরে আজ সিবিআই ডঃ কাফিল কে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা দেয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here