সুদীপ পাল, বর্ধমানঃ
একদিকে নানা থিমের পুজোতে জমজমাট পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, আসানসোলের মতন শহর। অন্যদিকে বাড়ির অথবা প্রাচীন পুজোগুলি তার সাবেকিয়ানা স্বতন্ত্র। প্রাচীন পুজোগুলিতে রয়েছে ইতিহাস-ঐতিহ্যের এক দীর্ঘ পরম্পরা।
জামুড়িয়ায় প্রাচীন কালীপুজোর সঙ্গে নাম জড়িয়ে রয়েছে নজরুল ইসলামের। বাল্যকালে চুরুলিয়ায় ভট্টাচার্যের কালী মন্দিরে বসেই শাক্ত দর্শনের প্রতি ঝোঁক বাড়ে কবির।
১৯৬৬ সালে ১০০টি শ্যামাসংগীত সমৃদ্ধ রাঙাজবা গ্রন্থ প্রকাশিত হয়েছিল। চুরুলিয়া ভট্টাচার্যের কালীমন্দিরের প্রভাব সেই সব গানে রয়েছে। ভট্টাচার্যের কালীপুজোর বয়সও ৩৫২ বছর অতিক্রম করেছে।
পরিবারের আদি পুরুষ লক্ষীকান্ত ভট্টাচার্য এই কালীপুজোর সূচনা করেছিলেন। সম্পূর্ণ তান্ত্রিক রীতি মেনে পুজো হয় এখানে। রয়েছে পঞ্চমুন্ডির আসন।
আরও পড়ুনঃ প্রতিমা, মন্ডপ সজ্জায় আলিপুরদুয়ারের কিছু বিখ্যাত পুজো
অপঘাতে মৃত নর, বিষধর সাপ, শিয়াল, নেউল ও নিস্পাপ স্ত্রী এই পাঁচ মাথা দিয়ে তৈরি হয়েছে পঞ্চমুন্ডির আসন। পরিবারের বর্তমান সদস্যরা পূর্বপুরুষদের কাছে শুনেছেন, কবি নজরুল বাল্যকালে এই মন্দিরে ঘন্টার পর ঘন্টা বসে ধ্যান করতেন। শাক্ত দর্শনের প্রতি আসক্তি সেই সময় থেকে।
জামুড়িয়ায় ইকড়া শ্মশানের সঙ্গে জড়িয়ে রয়েছে বামাক্ষ্যাপার ইতিহাস। জনশ্রুতি বামাক্ষ্যাপা একবার ট্রেনে চেপে বৈদ্যনাথ ধামে যাচ্ছিলেন।
টিকিট না থাকায় ইকড়ার কাছে ট্রেন থামিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি হেঁটে চলে এসেছিলেন ইকড়া শ্মশানে। কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
অবশেষে ট্রেনের গার্ড, টিকিট পরীক্ষা বামাক্ষ্যাপার কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিতে আসেন। তিনি তাদের অভয় দেন কিন্তু ট্রেনে ফিরে যাননি। শোনা যায়, ট্রেন চলাচলে আর কোনও বিঘ্ন ঘটেনি। এরপর থেকেই প্রচলন হয় এই পুজোর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584